মে ৮, ২০২১
বাঁকালে ঈদ সামগ্রী বিতরণ
![]() ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা পৌরসভার ০৬নং ওয়ার্ডের বাঁকাল এলাকায় গরীব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পরিবর্তন সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে শুক্রবার ও শনিবার ঈদ সামগ্রী বিতরণের দ্বিতীয় ধাপে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ বিষয়ে সংগঠনের সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদুল ইসলাম সাগর জানান, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ। আর এই ঈদ ধনী গরীব সবার। কিন্তু আমাদের চারপাশে অনেক অসহায় মানুষ আছে যারা ঈদের সময় নতুন পোষাক কিনতে পারে না। তাই এসব মানুষের মুখে হাসি ফোটাতে তাদের পাশে দাঁড়িয়ে পরিবর্তন সমাজকল্যাণ সংগঠন কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান, আগামীতেও আমাদের এ সংগঠন অসহায় মানুষের পাশে দাঁড়াবে। এছাড়া সংগঠনের কাজকে তরান্বিত করতে যারা সহায়তা করেছেন তাদের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান। এ সময় সংগঠনের সভাপতি মো. মোজাম্মেল হক বাবু, সহ-সভাপতি শেখ মনির হোসেন, সাধারণ সম্পাদক মো. নূর আলী, প্রচার সম্পাদক মো. শামিম হোসেন, কোষাধ্যক্ষ কাজী রাজিবুর রহমান রাজু প্রমূখ উপস্থিথ ছিলেন। 6,248,362 total views, 2,180 views today |
|
|
|