মে ৩০, ২০২১
বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে আনুলিয়া ও দরগাহপুর
![]() আশাশুনি প্রতিনিধি ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭)-২০২১ এর ফাইনালে উত্তীর্ণ হয়েছে আনুলিয়া ইউনিয়ন ও দরগাহপুর ইউনিয়ন দল। রবিবার (৩০ মে) দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কাদাকাটি ইউনিয়ন দল ও বড়দল ইউনিয়ন দল গোলশূণ্য ড্র করলে খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকার শ্রীউলা ৪-২ গোলে জয়লাভ করে। দিনের ২য় খেলায় বড়দল ও দরগাহপুর ইউনিয়ন ১-১ গোলে ড্র করলে ট্রাইব্রেকারে প্রথমে ৩-৩ ও পরে ২-১ গোলে বড়দলকে পরাজিত করে দরগাহপুর ফাইনালে ওঠে। দিনের অন্য খেলা চাপড়া কেওড়া পার্ক ফুটবল মাঠে শোভনালী ইউনিয়ন ও আনুলিয়া ইউনিয়ন গোলশূণ্য ভাবে শেষ করলে টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে শোভনালীকে পরাজিত করে আনুলিয়া ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করে। বিজয়ী ৩টি দলের মধ্যে সর্বনি¤œ গোল করার কারণে শ্রীউলা ফাইনালে উঠতে না পারায় আনুলিয়া ও দরগাহপুর ফাইনালে মুখোমুখি হবে। 6,223,044 total views, 1,107 views today |
|
|
|