মে ৩১, ২০২১
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ঘোনা ইউনিয়নকে হারিয়ে ফিংড়ি ইউনিয়ন চ্যাম্পিয়ন
মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সদর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১ বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গ মাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালিকা (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্ণামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মে) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। ফাইনাল খেলায় অংশ নেয় ফিংড়ী ইউনিয়ন পরিষদ দল বনাম ঘোনা ইউনিয়ন পরিষদ দল। খেলার নির্ধারিত সময়ে কোন দল গোলের দেখা পায়নি। অবশেষে খেলা গোল শুণ্য হওয়ায় খেলা রুপ নেয় টাইবেকারে। টাইবেকারে ফিংড়ি ইউনিয়ন দল ৫-৪ গোলে ঘোনা ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান বদু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. শামছুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, বাছাই কমিটির সদস্য কিরন্ময় সরকার প্রমুখ। খেলায় মোট ১৪টি দল অংশ নেয়। খেলা পরিচালনা করেন রেফারি পিপুল খান, সহকারী রেফারি নাজমুল হুদা, হাসনাত জামান, আসাদুর রহমান আসাদ। এসময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা ও ১৪টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স। 8,415,369 total views, 3,522 views today |
|
|
|