মে ২৪, ২০২১
দেবহাটায় মানব বন্ধন
![]() দেবহাটা ব্যুরো: ইসরাইলী বাহিনী নারকীয় ও নৃশংস ভাবে হামলা চালিয়ে নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে পারুলিয়া বাস স্ট্যান্ডে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার বিকাল ৫-৩০মিনিটে, ফেয়ার মিশন এর আয়োজন করে। ঘন্টাব্যাপী উক্ত মানব বন্ধনে ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তব্য রাখেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো সাইফুল ইসলাম, পারুলিয়া সেড জামে মসজিদের ইমাম মো: আব্দুর রহমান, সখিপুর জামে মসজিদের ইমাম মো: কামরুজ্জামান, দক্ষিন পারুলিয়া বাইতুল ফালাহ জামে মসজিদের ইমাম মো: ইমাম হোসাইন, দেবহাটা যুব লীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর। উক্ত মানব বন্দনে ফেয়ারের অসংখ্য সদস্য ও উপস্থিত জনতা অংশ গ্রহণ করে। মানব বন্দনে বক্তারা আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নিরপরাধ ফিলিস্তিনিদের নারকীয় হামলা কোন মুসলমান মেনে নিতে পারে না। মানব বন্দন শেষে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য দোয়া পরিচালনা করেন মো: আব্দুর রহমান। 6,222,701 total views, 764 views today |
|
|
|