মে ৫, ২০২১
দেবহাটায় করোনাক্রান্ত ৩০ পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহার
![]() দেবহাটা প্রতিনিধি: একদিকে পরিবারের সদস্যদের শরীরে করোনার হানা, অন্যদিকে লকডাউনে জীবিকা নির্বাহ বন্ধ হয়ে তীব্র আর্থিক অসচ্ছলতায় পড়েছেন মহামারী করোনা ভাইরাসে আক্রান্তদের পরিবার। সেজন্য এসকল অসচ্ছল করোনা আক্রান্তদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দেবহাটা উপজেলার করোনা আক্রান্তদের মধ্যে থেকে ৩০টি অসচ্ছল পরিবারের হাতে প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক সহায়তার চেক বিতরণ করেন দেবহাটা উপজেলা প্রশাসন। প্রত্যেক পরিবারকে প্রধানমন্ত্রীর দেয়া সাড়ে ৩ হাজার টাকার চেক বিতরণকালে দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, নওয়াপাড়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 6,208,483 total views, 3,614 views today |
|
|
|