মে ২৬, ২০২১
তালায় ১৫টি বাড়ি প্লাবিত
তালা প্রতিনিধি: ঘূর্ণিঝড় ইয়াস এবং পূর্নীমার প্রভাবে কপোতাক্ষ নদে গত দু’দিন অস্বাভাবিক পানি বৃদ্ধি পায়। বুধবার দুপুরে জোয়ারের পানির চাপে উপজেলার বালিয়ায় টিআরএম এর বাঁধ দু’ দফা ভেঙ্গে যায়। এতে লোকালয়ে পানি প্রবেশ করলে একটি মাদ্রাসা সহ কমপক্ষে ১৫টি বাড়ি প্লাবিত হয়েছে। তবে, প্রশাসনের পক্ষ থেকে তৎক্ষনাত পদক্ষেপ গ্রহণ করে ভেঙ্গে যাওয়া বাঁধ সংষ্কারের উদ্যোগ নেয়া হয়। খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু জানান, ঘূর্ণিঝড় ইয়াস তেমন কোনও প্রভাব এলাকায় পড়েনি। তবে, বুধবার দুপুরে কপোতাক্ষ নদের জোয়ারের পানিতে বালিয়া বেইলী ব্রীজসংলগ্ন টিআরএম এর বেড়ী বাঁধ ভেঙ্গে যায়। এসময় উপজেলা নির্বাহী অফিসার পানি উন্নয়ন বোর্ডকে দ্রæত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বাঁধ সংস্কার করার কিছুক্ষন পর একই এলাকায় আবারও বাঁধ ভেঙ্গে যায়। খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ-উল- হাসান, তালা থানার ওসি মো. মেহেদী রাসেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম, খেশরা ইউপি চেয়ারম্যান রাচিব হোসেন রাজু ও জালালপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি রবিউল ইসলাম মুক্তি ক্ষতিগ্রস্থ বাঁধ সহ সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন। 8,605,688 total views, 13,567 views today |
|
|
|