চুকনগর প্রতিনিধি : খুলনার চুকনগরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে চুকনগর-খুলনা মহাসড়কের চুকনগর নন্দী বাড়ির সামনে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়,নিহতের নাম কনক সিং(৩০),সে ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের নির্মল সিং এর পুত্র বলে জানা গেছে।নিহত কনক সিং চুকনগর শহর থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি বরাতিয়ায় যাচ্ছিলেন।তিনি ঘটনাস্থলে পৌঁছুলে একই দিক থেকে ছেড়ে আসা একটি দ্রæত গতি সম্পন্ন ট্রাক মোটরসাইকেলের পিছনে সজোরে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে চূর্নবিচুর্ন হয়ে যায়।এসময় কনকের মাথা, বুক ও মুখে প্রচন্ড আঘাত লেগে গুরত্বর আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও চুকনগর হাইওয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়। চুকনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার বলেন,ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পূর্বে ঘাতক অজ্ঞাত ট্রাকটি পালিয়ে গেছে।
চুকনগরে ট্রাকের ধাক্কায় নিহত এক
https://www.facebook.com/dailysuprovatsatkhira/