Site icon suprovatsatkhira.com

চুকনগরে ঐতিহাসিক গণহত্যা দিবস পালন

চুকনগর প্রতিনিধি: খুলনার চুকনগরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক গণহত্যা দিবস পালিত হয়েছে। গণহত্যার ৫০বছর পূর্তিতে দিবসটি পালন উপলক্ষ্যে সকাল সাড়ে ৭টায় শহীদদের স্মরণে উপজেলা প্রশাসন ও গণহত্যা ৭১“স্মৃতিরক্ষা পরিষদের পক্ষ থেকে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এসময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণহত্যা ৭১“স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। চুকনগর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম ব্রাউনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অফিসার মোঃ কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দীন, তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মোঃ এনাুমল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ প্রতাপ রায়, অধ্যাপক হাসেম আলী ফকির, অধ্যাপক হাফিজ মাহামুদ, অধ্যাপক কল্যান কান্তি হালদার, অধ্যাপক আনন্দ সরকার, প্রভাষক অশোক রায়, শেখ মাহাবুব আলম সোহাগ, আক্তারুজ্জামান সোহাগ, বিপ¬ব ঘোষ, নাজমুল ইসলাম বাবু, মোঃ মাসুদ রানা প্রমুখ। বক্তারা বলেন চুকনগর বধ্যভূমি কমপে¬ক্্র নির্মাণে ইতিমধ্যে সরকারীভাবে উদ্যোগ নেয়া হয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসাবে জমি অধিগ্রহন, কমপে¬ক্্র ডিজাইন ও উন্নয়ন প্রকল্পের পিপিএর কাজ চলমান, ণহত্যার ৫০বছর পূর্তিতে সকল শহীদদের স্মরণে ১মিনিট নীরবতা পালন এবং বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের মূত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version