মে ২৩, ২০২১
গোয়ালপোতায় গৃহবধূকে উত্ত্যক্ত : শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন
![]() সাতক্ষীরা সদরের গোয়ালপোতায় শিক্ষক কর্তৃক গৃহবধূকে উক্ত্যাক্তের প্রতিবাদ করায় গৃহবধুর পরিবারকে খুন জখমের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, গোয়ালপোতা গ্রামের মৃত.লক্ষণ শীলের পুত্র গোবিন্দ শীল। লিখিত অভিযোগে তিনি বলেন, আমার কন্যা মল্লিকা শীলকে আশাশুনি কালীবাড়ী এলাকায় বিবাহ প্রদান করি। কিন্তু গোয়ালপোতা গ্রামের ফটিক সরদারের পুত্র গোয়ালপোতা জিজিকেএইচ কানাইলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিলীপ সরকার গোপনে আমার কন্যার মোবাইল নাম্বার সংগ্রহ ০১৮৭৩ ৬৫৬৩৫৬ নাম্বার দিয়ে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করে। বিভিন্ন সময়ে উল্টোপাল্টা ম্যাসেজ পাঠিয়ে বিরক্ত করতে থাকে। এছাড়া কন্যার সংসার নষ্টসহ নানাভাবে হয়রানির হুমকি দিচ্ছে। আমার কন্যা বিষয়টি আমাকে জানালে আমি বখাটে দিলিপের পরিবারকে অবগতি করালে দিলিপ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমাদের খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। একপর্যায়ে গত ২২মে ২০২১ তারিখে আমার বাড়ির সামনে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। এমনকি আমার কন্যার সংসার ভেঙে দেওয়াসহ ভবিষ্যত নষ্টের হুমকি প্রদর্শন করে। উল্লেখিত দিলীপ এলাকার চিহ্নিত বখাটে এবং লম্পট প্রকৃতির ব্যক্তি। বিভিন্নভাবে মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে সংসার নষ্টসহ নানানভাবে হয়রানি করে। আমি আশংকা করছি দিলীপ যে কোন সময় আমার কন্যার পরিবারসহ আমাদেরকে জান মালের ক্ষয়ক্ষতি করতে পারে। তিনি ওই বখাটে উক্ত্যাক্তকারী দিলীপের হাত থেকে নিজের কন্যাকে রক্ষা এবং জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। (প্রেস বিজ্ঞপ্তি)। 6,222,938 total views, 1,001 views today |
|
|
|