মে ২৬, ২০২১
খাজরায় ঝুকিপূর্ণ ভেড়িবাধ স্বেচ্ছাশ্রমের সংস্কারের চেষ্টা
![]() খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের ঝুকিপুর্ন ওয়াপদার রাস্তা ও ¯øইজ গেট সংলগ্ন রাস্তা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে জোয়ারের পানি আটকানোর চেষ্টা অব্যহত আছে। বুধবার (২৬ মে) সকালে খাজরা ইউনিয়নের ভেড়িবাধগুলো ঘুরে জানা যায়,ঘূর্ণিঝড় ইয়াশের প্রভাবে কপোতাক্ষ নদ ও খোলপেটুয়া নদীতে স্বাভাবিক জোয়ারের থেকে ৪ফুট পানি বৃদ্ধি পেয়েছে। ফলে আশাশুনি উপজেলা পানি উন্নয়ন বোর্ডের ৭/২ নং পোল্ডার দক্ষিন গদাইপুর,খাজরা বাজার সংলগ্ন রাজবংশীপাড়া ও পিরোজপুর হরিমর্দনের ¯øুইজ গেট সংলগ্ন রাস্তা মারাত্বক ঝুকিপুর্ন অবস্থায় আছে। দক্ষিন গদাইপুর ওয়াপদার রাস্তা ওভার ফ্লু হয়ে লবণ পানি পাশ্ববর্তী মৎস্য ঘেরে প্রবেশ করে। এছাড়াও খাজরা রাজ বংশী পাড়ার ওয়াপদার রাস্তার বেশ কিছু অংশ ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যোগাযোগ ব্যবস্থা মারা ত্বক ভাবে ব্যাহত হচ্ছে। ভেড়িবাধের পাশে বসবাসরত বাসিন্দরা নির্ঘুম রাত কাটাচ্ছে। 6,202,632 total views, 2,029 views today |
|
|
|