আশাশুনি প্রতিনিধি : ভারত থেকে দেশে ফিরে আসা রেহেনার বাড়ি লকডাউন করা হয়েছে। আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আরার গ্রামের রওশান আলী মোড়লের কন্যা রেহেনা সোমবার বেলা ১১ টায় বাড়িতে ফিরে আসেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী জানান, রেহেনা ভারতের বোম্বে কাজ করে। রেহেনা বিমানযোগে যশোরে নেমে যানবাহনে কাদাকাটির আরার গ্রামে পৌছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তিনি তার বাড়িতে পৌছে লকডাউনের ব্যবস্থা করেছেন। লকডাউনের সময় সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্য বিধি যথাযথ ভাবে পালনের ব্যাপারে তিনি রেহেনার পরিবার ও প্রতিবেশীদেরকে সতর্ক করে দিয়েছেন।