মে ১২, ২০২১
কালিগঞ্জ রাজস্ব অফিস গণপাঠাগারে জেলা প্রশাসকের বই উপহার
![]() নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ রাজস্ব অফিস গণপাঠাগারে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের উপহারের বই হস্তান্তর করা হয়েছে। বুধবার (১২ মে) বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গণপাঠাগারের সভাপতি খন্দকার রবিউল ইসলাম পাঠাগারের কমিটির নিকট এ বই হস্তান্তর করেন। জানা গেছে, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল গণপাঠাগারে উপহার হিসেবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, বাঙলা ভাষা, সাহিত্য, গল্প, উপন্যাস, কবিতা, বিভিন্ন মনীষীদের জীবনীসহ মোট ৫২ টি বই উপহার দেন। জেলা প্রশাসকের পক্ষে বই হস্তান্তরের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জেলার প্রতিটি উপজেলার জন্য ডিসি স্যার নিজে পছন্দ করে বই গুলো কিনেছেন। করোনাকালে মানুষ ঘরে বসে সময় গুলো যাতে ভালো কাটাতে পারে, বই পড়ে মনের আনন্দ নিতে পারে, বই পড়ে হৃদয়কে আলোকিত করতে পারে সেজন্য স্যারের এই উদ্যোগ। স্যারের পক্ষথেকে বই গুলো গণপাঠাগারের কমিটির নিকট হস্তান্তর করেছি। এসময় উপস্থিত ছিলেন গণপাঠাগারের সহ-সভাপতি সাহিত্যিক গাজী আজিজুর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট জাফরুল্ল্যাহ ইব্রাহিম, সদস্য সুকুমার দাস বাচ্চু, আশেক মেহেদী, শেখ শাওন আহমেদ সোহাগ প্রমুখ। 6,222,935 total views, 998 views today |
|
|
|