মে ১০, ২০২১
কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই সন্তানের জননী
![]() নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরতী দাস (২৭) নামে ২ সন্তানের জননী নিহত হয়েছেন। তিনি উপজেলার বিষ্ণুপুর গ্রামের নিমাই দাসের স্ত্রী ও সাতক্ষীরা সদর থানার আলীপুর গ্রামের সুভাষ দাসের মেয়ে। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্র জানান, রবিবার রাত ৮ টার দিকে ওই গৃহবধূ তার ৫ বছর বয়সী বড় ছেলে আশিক দাস এবং ছোট ছেলে ১৬ মাস বয়সী আবির দাসকে সঙ্গে নিয়ে স্বামী নিমাই দাসের সাথে মোটর সাইকেলযোগে শ্বশুর বাড়ি বিষ্ণুপুর থেকে বাবার বাড়ি আলীপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিগঞ্জের নলতা প্যারামেডিকেল এর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রæত গতিতে ছেড়ে আসা অজ্ঞাতনামা একটি পিক-আপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ওই সময়ে মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূ পিক-আপের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। 6,241,231 total views, 4,442 views today |
|
|
|