মে ১৯, ২০২১
কালিগঞ্জে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে কালিগঞ্জ মানববন্ধন
![]() নিজস্ব প্রতিনিধি: প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে শারীরিক ভাবে লাঞ্ছিত ও পরবর্তীতে মিথ্যা কাল্পনিক অভিযোগে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তার নি:শর্ত মুক্তির দাবিতে কালিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২ টায় কালিগঞ্জ প্রেসক্লাব আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুুর রহমান শিমুল প্রমুখ। মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকবৃন্দ সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের উপর নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এটাকে গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার জন্য একটি বড় হুমকি হিসেবে আখ্যায়িত করে ঘটনার সাথে জড়িতদের শাস্তি প্রদান এবং রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তির দাবি জানান। এসময় সাংবাদিক শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, শেখ ফরিদুল কবির, ইশারাত আলী, ইমরান হোসেন, শেখ আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 6,208,555 total views, 3,686 views today |
|
|
|