নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় বৈশি^ক মহামারী কোভিড-১৯ এর প্রভাবে এবং সরকারি নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে পড়া পরিবহণ শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ মে) বিকাল ৫টায় জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরার পরিবহণ শ্রমিকদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ তুলে দেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সাতক্ষীরায় বৈশি^ক মহামারী কোভিড-১৯ এর প্রভাবে এবং সরকারি নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে পড়া ২০০ জন পরিবহণ শ্রমিকের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার প্রত্যেককে ১ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও পরিবহণ শ্রমিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।