মে ২৬, ২০২১
ইছামতির বাধ টপকে গ্রাম প্লাবিত: দাবি স্থায়ী বাধ নির্মাণের
![]() নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সীমান্তবর্তী ইছামতি সহ বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে প্রবেশ করে। এতে আতঙ্ক ছড়িয়ে পরে স্থানীয় বাসিন্দাদের মাঝে। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বুধবার সকাল থেকে বিভিন্ন স্থানে নদী বাধে ভাঙ্গন দেখার উপক্রম হয়। এসময় স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে নদীবাধ রক্ষায় কাজ শুরু করে। পরে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড উক্ত এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
স্থানীয় ইউপি সদস্য আরমান হোসেন জানান, বসন্তপুর ¯øুইস গেটটি বন্ধ রাখা হয়েছে। বেলা ১১টার দিকে খবর পায় রাস্তার উপরে পানি উঠে যাচ্ছে। আমি ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সাথে নিয়ে বাধ রক্ষা করি। তিনি আরো জানান, নদী ও খাল পাড়ে বসবাসরত বিভিন্ন বাড়িতে জোয়ারের পানি প্রবেশ করেছে। ভাটা নামার সাথে সাথে পানি নেমে গেলেও মাটির ঘরগুলো ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভবনা রয়েছে।
দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার জানান, প্রাকৃতিক দুর্যোগ রক্ষা করার ক্ষমতা কারোর নেই। তাই আমাদের উচিৎ আগাম সংকেত শুনে সতর্ক হয়ে ক্ষয়ক্ষতির পরিমান কমিয়ে আনা। আমরা ইছামতি নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
6,240,835 total views, 4,046 views today |
|
|
|