নিজস্ব প্রতিনিধি : আশাশুনি প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন (এডিপিও) এর উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার শোদকনা এসডিএফ অফিসে লিলিয়েনা ফন্ডস্ নেদারল্যান্ডস এর অর্থায়নে, ডিআরআর এর সহযোগিতায়, আইডিয়াল এর বাস্তবায়নে সংগঠনের ২০ জন সদস্যের অংশগ্রহণে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আইডিয়াল প্রাইড প্রকল্পের সুপারভাইজার সুব্রত বাছাড়ের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজার এস এম মিজানুর রহমান। তিনি করোনা কালীন সময়ে প্রতিবন্ধী শিশুদের সচেতন রাখার করণীয় শীর্ষক আলোচনা করেন। প্রশিক্ষক হিসেবে শ্যামনগর অপরাজিত প্রতিবন্ধী নারী উন্নয়ন সংগঠন এর পরিচালক অষ্টমী মালো তার অভিজ্ঞতা বিনিময় করেন। সভায় সভাপতিত্ব করেন আশাশুনি প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন এর সভাপতি সাইফুল ইসলাম। সার্বিক সহযোগিতা প্রদান করেন প্রকল্পের ভলেন্টিয়ার দেবাশীষ চক্রবর্তী।