মে ২৫, ২০২১
আশাশুনির ভেঙে পড়া সেতুতে সীমাহীন ভোগান্তি
![]() নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে অতিরিক্ত ইট বোঝাইয়ের কারণে ভেঙে যাওয়া তালিপট্টীর মরিচ্চাপ ব্রিজটি ৪৮ ঘন্টার মধ্যে মেরামত করা সম্ভব হয়নি। সকালে ব্রিজ পার হতে গিয়ে বাঁশের ব্যারিকেডে বেঁধে পৃথক দুটি দুর্ঘটনায় আহত হয়েছে ৪ মোটরসাইকেল আরোহী। ব্রিজ মেরামতে কাজ চলছে। মিস্ত্রিরা বলছেন ৫ দিন লাগবে। আর সড়ক ও জনপদ বিভাগের লোকজন বলছেন দুই দিনেই মেরামত হয়ে যাবে। ব্রিজের উপর দিয়ে গাড়ী চলাচল বন্ধ থাকায় মালামাল নিয়ে জন দুর্ভোগ চরমে উঠেছে। দুর্যোগময় আবহাওয়ায় সাতক্ষীরার সাথে যোগাযোগের প্রধান সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তি ও উৎকণ্ঠা আরও বেড়েছে। সড়ক ও জনপদ বিভাগের প্রতিনিধি আব্দুল মজিদ জানান- ভেঙে যাওয়ার পর দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করার পর থেকেই এসও কামরুজ্জামান স্যারের নির্দেশনায় ব্রিজটি মেরামতে কাজ শুরু করেছি। ১০ জন শ্রমিক কাজ করছে। ইতোমধ্যে ৩ টি ট্যাঞ্জাম (আড়া) আনা হয়েছে। ৪টি ডেক আসছে। বুধবার সন্ধ্যার ভেতরে আমরা ব্রীজটিকে গাড়ী চলাচলের উপযোগী করে তুলতে পারবো। পায়ে হেঁটে পারাপার হওয়ার মত ব্রীজটির উপর দিয়ে বাঁশের মাঁচা করে দেওয়া হয়েছে। পথচারীরা পায়ে হেঁটে চলাচল করছে। 6,241,380 total views, 4,591 views today |
|
|
|