মে ১১, ২০২১
আম বাগানে নারীর মরদেহ
![]() মীর খায়রুল আলম : দেবহাটার সুশীলগাথী এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছ পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে সুশীলগাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর দক্ষিণ পাশের আম বাগান থেকে উক্ত মরদেহ উদ্ধার হয়। স্থানীয় ইউপি সদস্য আরমান হোসেন জানান, সুশীলগাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ্ববর্তী ফসলের খেতে কাজ করতে গেলে ওই মরদেহটি দেখতে পায়। পরে স্থানীয়রা আমাকে জানালে আমি ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশকে অবহিত করি। নিহতের বাড়ি আমার ওয়ার্ডের বসন্তপুর গ্রামে। সে জিয়াদ আলী গাজী ছেলে আজিবর রহমান আজুর স্ত্রী তাসলিমা খাতুন (৪৫)। 6,241,354 total views, 4,565 views today |
|
|
|