Site icon suprovatsatkhira.com

সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায় নুরুজ্জামান

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি : সুস্থ স্বাভাবিক ভাবে পুনরায় জীবনযাপন করতে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন বিরল রোগে আক্রান্ত মো. নুরুজ্জামান (৪৩)। সে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো. আবুল কাশেমের ছেলে।

তার পরিবার সূত্রে জানা যায়, মো. নুরুজ্জামান সুস্থ জীবনে ভ্যান চালিয়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে জীবিকা নির্বাহ করত। স্ত্রী, এক কন্যা ও এক শিশু পুত্রকে নিয়েই টেনে-টুনে চলছিল নুরুজ্জামানের অভাবের সংসার। বর্তমানে করোনা মহামারির মধ্যে কাটা ঘাঁ-এ নুনের ছিটার মত নুরুজ্জামানের শরীরে দেখা দিয়েছে অজানা এক চর্মরোগ।

নুরুজ্জামান জানান, ‘বিগত ৫ মাস আগে প্রথমে হালকা চুলকানি হয়। পরে শরীরে চুলকানির পরিমাণ বাড়তে বাড়তে এক পর্যায়ে সমস্ত শরীরে ঘাঁয়ের মতো বিস্তার করেছে। এমনকি বাদ নেই পায়ের তলাও’। তিনি আরও জানান, ‘নখগুলো একপ্রকার পচে গেছে। সারারাত বিছানায় ছটফট করি। দু’চোখে ঘুমও নেই’।

অসুস্থ নুরুজ্জামান সমাজের বিত্তবান, অর্থশালী, সমাজসেবক, জনপ্রতিনিধি ও মানবিক মানুষের নিকট আর্থিক অনুদান চেয়ে বলেন, ‘আমি পূর্বের ন্যায় সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে চাই। আমার সংসারের অবস্থা বর্তমানে খুবই করুণ। এছাড়া আমার এ রোগের চিকিৎসাও অনেক ব্যয়বহুল। যা আমার পরিবারের পক্ষে বহন করা সম্ভব না। আপনারা যা পারেন, আমার সন্তান দুটোর মুখের দিকে তাকিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। বিরল রোগে আক্রান্ত মো. নুরুজ্জামানের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানিয়েছে তার পরিবার ও স্থানীয়রা। পরিবারের সাথে যোগাযোগ এর নম্বর: ০১৯১৩-৯৯৮৩২৪।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version