Site icon suprovatsatkhira.com

সুপ্রভাত পত্রিকার সংবাদ দেখে বাঘ বিধবার বাড়িতে ইউএনও

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরের বাঘ বিধুবা হাজেরা খাতুনের সহায়তায় এগিয়ে এলেন ইউএনও আবুজার গিফারী। হাজেরা খাতুনের স্বামী সম্প্রতি বাঘে আক্রমন করলে তিনি নিহত হন। গতকাল বাঘ বিধবার খাতায় নাম লেখানো হাজেরা বেগমের বাসায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নিয়ে হাজির হন ইউএনও আবুজর গিফারী। উল্লেখ্য, গত (১৭ এপ্রিল) দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার প্রথম পাতায় এনিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। স্বামী হারিয়ে হাজেরার করুণ আর্তিতে শনিবার (১৭ এপ্রিল) বিকাল ৫ টায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারী মুন্সিগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামের সম্প্রতি বাঘের থাবায় নিহত মো. হাবিবুর রহমান এর স্ত্রী ও তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দেখা করেন।

এসময় তিনি দুস্থ এই পরিবারটির জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এবং শিশু কন্যা দু’টির জন্য ফলমূল ও খাদ্যখাবার নিয়ে যান। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম প্রমুখ। এসময় অসহায় পরিবারটিকে সান্তনা দিয়ে ইউএনও আবুজর গিফারী বলেন, আমি খুবই মর্মাহত ও বেদনাবিধুর। বলার ভাষা হারিয়ে ফেলেছি। আপনারা শান্ত হন। আপাতত আমাদের ত্রাণ তহবিল থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দিয়ে যাচ্ছি। আপনাদের সংসার চালাতে লাগেন। আপসার অসম্পূর্ণ ঘরটি নির্মাণে যতগুলো টিন লাগবে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে দেওয়া হবে অদূর ভবিষ্যতে এবং নগদ আর্থিক অনুদান দেওয়ার আশ্বাস ব্যক্ত করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version