মাজহারুল ইসলাম : কিছুদিন বন্ধ থাকার পর সাতক্ষীরা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা চালু হয়েছে। ছুটির দিন ব্যতীত প্রতিদিনই প্রায় ৩০ থেকে ৪০ জনের নমুনা সংগ্রহের পর পরীক্ষা করে রিপোর্ট দেওয়া হচ্ছে। তবে নমুনা বেশি হলেও পরীক্ষা করে যথা সময়ে রিপোর্ট প্রদান করতে পারবেন বলে মনে করছেন মেডিকেল টেকনিশিয়ানরা। মঙ্গলবার (০৬ এপ্রিল) সাতক্ষীরা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে মোট ২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। বাকী ২৫ জনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস জানান, প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা সংগ্রহ করে আরটি পিসিআর ল্যাবে পাঠাচ্ছে। প্রতিদিন প্রায় ৩০ থেকে ৪০টি নমুনা আমরা পাচ্ছি। যা পরীক্ষা করে রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হচ্ছে। তিনি আরো জানান, ‘সাতক্ষীরায় করোনা পরীক্ষা হচ্ছে এটা অনেকেই জানেন না। প্রচার হলে আরো বেশি নমুনা আসবে পরীক্ষার জন্য’।