Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে মৌসুমি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ আবাদ বৃদ্ধির জন্য ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ১৩ এপ্রিল (মঙ্গলবার) বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে কৃষি সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস,এম, আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ- জামান (সাঈদ), মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি এস, এম মোস্তফা কামাল, উপজেলা কৃষি অফিসার এস,এম এনামুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সারিদ বিন শফিক, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. কামরুজ্জামান, এসিআই মার্কেটিং অফিসার তারেক রহমান প্রমুখ। প্রত্যেক কৃষক/ কৃষানী কে ৫কেজি আউশ ধান বীজ, ২০কেজি ডিএপি সার ও ১০কেজি এমওপি সার প্যাকেজ হিসেবে বিতরণ করা হয়। এছাড়া কৈখালির যাদবপুর গ্রামের জব্বার মোড়লের পুত্র নাজমুল হোসেনকে কৃষি ভূর্তকীতে ৩১ লক্ষ টাকা মূল্যের একটি কম্বাইন হারভেষ্টার মেশিন বিতরণ করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version