Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে কমবাইন্ড হারভেস্টার মেশিন প্রদান

নিজস্ব প্রতিনিধি: শ্যামনগরে একজন কৃষককে কমবাইন্ড হারভেস্টার (কাটা,মাড়াই,ঝাড়াই) মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার (১৮ এপ্রিল) সকাল ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রীকীকরণ প্রকল্পের আওতায় ২০২০/২১ অর্থ বছরে রবি মৌসুমে সরকারি উন্নয়ন সহায়তা সহ কৃষি যন্ত্রপাতি বিতরণ কর্মসূচীর অধীনে কমবাইন্ড হারভেস্টার মেশিন কৃষকের নিকট প্রদান অনুষ্ঠানে শ্যামনগর সহকারি কমিশনার(ভূমি) মোহাম্মদ শহীদুল্লাহ’র সভাপতিত্বে এবং কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল ইসলাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। হার্ভেস্টার মেশিনটি গ্রহন করেন ভুরুলিয়া ইউনিয়নের ধাপুয়ার চক গ্রামের কৃষক মাহবুব আলম।

মেটাল কোম্পানির কমবাইন্ড হারভেস্টার মেশিনটির দাম ৩০ লাখ টাকা। যা থেকে ৭০ শতাংশ সরকার এবং ৩০ শতাংশ কৃষক বহন করেছে বলে জানাযায়। এবিষয়ে কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল ইসলাম বলেন, মেশিনটি প্রয়োজনে যেকোন কৃষক নিতে পারেন তবে সেটি অংশীদার ভিত্তিতে। মেশিনটির ৭০ শতাংশ টাকা সরকার বহন করবে এবং ৩০ শতাংশ বহন করবে আগ্রহী কৃষক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্শকর্তা তুষার মজুমদার ,কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী ঋন্দ, সাংবাদিক সহ অন্যান্যরা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version