মাগুরা(তালা)প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা বাজারের আড়ংঘাটা সংলগ্ন কপোতাক্ষ নদীর উপর নির্মিত বাশের সাঁকো। দীর্ঘ দিন যাবৎ দু’পারের মানুষের নদী পারাপারে ব্যবহার হয়ে আসছে সাঁকোটি। শুধু পারাপার নয়, কপোতাক্ষ খনন পরবর্তী যশোর বন বিভাগের তত্ত¡াবধানে নদীর দু’পাড়ে লাগানো বাবলাসহ বিভিন্ন প্রজাতির সবুজ বনায়নে যোগ করেছে ভিন্ন মাত্রা।
স্থানীয়দের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা প্রতিদিন বিকেলে নির্মল বাতাস আর সবুজের স্বাদ নিতে ছুটে যাচ্ছেন কপোতাক্ষ পাড়ে। দু’তীরে সবুজের সমারোহ। মাঝ দিয়ে বয়ে গেছে মাইকেলের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ দু’পারের বাগানকে মিতালীর বন্ধনে আবদ্ধ করেছে সাঁকোটি। সবুজ প্রকৃতিতে যোগ করেছে ভিন্নমাত্রা।