Site icon suprovatsatkhira.com

পৈতৃক সম্পত্তি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় আপন চাচাত ভাইয়ের বিরুদ্ধে পৈতৃক এজমালী সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগ করেছেন এক দীনমজুর নারী। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সদর উপজেলার আগরদাঁড়ী গ্রামের নুরুল হকের মেয়ে সুলতানা এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের কোন কৃষি জমি নেই। আমরা অত্যান্ত দরিদ্র ও দীনমজুর বিধায় আমার আপন চাচাত ভাই আগরদাঁড়ী গ্রামের মৃত হোসেন মৃধার ছেলে ইউসুফ মৃধা বিভিন্ন সময় জেলা জজ আদালতে পিটিশন মামলা ১৭৫৭/১৮ ও টি.এ. ১৬/১৩ এবং সদ্য আরো একটি মামলা করে আমাদের পৈতৃক এজমালী সম্পত্তি আত্মসাতের চেষ্টা করে আসছে। সুলতানা আরো বলেন, আমরা বি.এস. রেকডীয় ২০১২ এবং ১৬৫১খতিয়ানের ৩৪৪৪ দাগের মোট ১৮ শতক সম্পত্তির মালিক। উক্ত সম্পত্তি শান্তিপূর্নভাবে আমরা ভোগ দখলীকার। আমাদের বসতবাড়ির ৮ শতক বাদে একই দাগে ১০ শতকের মধ্যে ৮ শতক মোট ১৬ শতক জমি বর্তমানে দখলে আছি। কম হওয়া ২ শতক জমি সংলগ্ন ৩৪৪৫ দাগ হতে মৌখিকভাবে দিতে চাচাত ভাই ইউসুফ মৃধা সম্মত হওয়ায় আমরা সেই বিশ্বাসে বর্তমানে কম দখল ভোগ করছি। কিন্তু উক্ত ৩৪৪৫ দাগে আমাদের প্রাপ্য ৩ শতক ও ৩৪৪৫ দাগের ২ শতক জমি আমাদের না দিয়ে চাচাত ভাই ইউসুফ মৃধা আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে।

তিনি অভিযোগ করে বলেন, এলাকার মিজান আমিন ইউসুফকে সহযোগিতা করছে। আমার চাচাত ভাই ইউসুফ মৃধা নিজেকে একজন মুক্তিযোদ্ধা বলে পরিচয় দেন। যা সম্পূর্ণ ভূয়া। তার ৩ ছেলের মধ্যে বড় ছেলে শহিদুল একজন ভূয়া কবিরাজ ও মাদক ব্যবসায়ি। অল্প সময়ের মধ্যে সে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সম্পত্তি ক্রয় করেছে। অপর ছেলে শফিকুল গাঁজা সেবী ও ব্যবসায়ি। ভূয়া ডিবি পুলিশ সেজে অপহরণ সহ নানা অপকর্মের সাথে জড়িত সে। ইতোপূর্বে চুরির অপরাধে তাকে জরিমানা করা হয়। তারা তিন বাপ বেটা এলাকার ত্রাস। প্রতিবেশী নারীরা এই ৩ বাটপারের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে। তিনি আরো বলেন, চাচাত ভাই ইউসুফ মৃধা ও তার ছেলে প্রভাবশালী হওয়ায় এলাকায় তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। তিনি ইউসুফ মৃধা গংদের অত্যাচার ও নির্যাতন থেকে রক্ষা পেতে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version