এপ্রিল ৮, ২০২১
পশ্চিম সুন্দরবনে বাঘ দেখে পালাতে গিয়ে জেলে আহত
নূরুন্নবী ইমন, সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘ বাঘ দেখে পালাতে গিয়ে এক জেলে আহত হয়েছে। আহত জেলে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে মোঃ রেজাউল ইসলাম (২৫)। আহত রেজাউলের সঙ্গী ওই এলাকার মৃত গোলাম গাজীর ছেলে খোকন জানায়, গত ১৮ ই মার্চ রেজাউলসহ ১১ জন মাওয়ালী কৈখালী ফরেস্ট স্টেশন থেকে মধুর পাশ নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহ করতে যায়। বুধবার সকালে সুন্দরবনের তালপট্টি এলাকায় মধু সংগ্রহ করা কালে হঠাৎ বাঘ দেখে রেজাউল আতঙ্কে দৌড়ে পালাতে গিয়ে আহত হয়। এ সময় তার অপর সঙ্গীরা রেজাউলকে বাঘের আক্রমণ থেকে রক্ষা করতে চিৎকার করলে বাঘের আক্রমন থেকে রেজাউল রক্ষা পায়। বৃহস্পতিবার সকালে রেজাউলকে লোকলয়ে আনা হয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। এ বিষয়ে কৈখালী ষ্টেশন কর্মকর্তা মোঃ মোবারক হোসেন বলেন, বাঘে ধরার তথ্যটি আমি এখনও জানতে পারিনি। তবে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। 8,643,959 total views, 311 views today |
|
|
|