মাগুরা (তালা) প্রতিনিধি : তালায় করোনা মহামারী ঠেকাতে মাগুরা ইউনিয়ন পরিষদের উদ্দ্যেগে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৭এপ্রিল) ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গণেশ দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা বিট পুলিশের সহকারী অফিসার সুব্রত কুমার দাশ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান গাজী, ইউপি সদস্য শেখ রেজাউল করিম, আওয়ামী লীগ নেতা দেবাশীষ মুখার্জী শেখ আব্দুল আলীম নিটুল ইউপি সদস্য শেখ মাইনুল ইসলাম, ইউপি সচিব রেহানা খাতুন মহিলা ইউপি সদস্য তানিয়া বেগম, মাগুরা বøাড ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক শেখ শাওন কোষাধ্যক্ষ গোলক দেবনাথ,তথ্য সম্পাদক সুমন কর্মকার, আলোকিত চরগ্রাম এর সদস্যরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে করোনা মোকাবেলায় বিস্তারিত পদক্ষেপ গ্রহন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। করোনা মহামারী ঠেকাতে প্রত্যেকে মাক্সপরা বাধ্যতামূলক করা, সকল নিত্য প্রয়োজনীয় দোকানপাট বা বাজার সকাল ৬.০০ ঘটিকা হতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত খোলা রাখা, ভ্রাম্যমান আদালত পরিচালনা করার মাধ্যমে জরিমানা বা শাস্তি প্রদান করা। সামাজিক দুরত্ব বজায় রাখা, মসজিদের নামাজ আদায় করার সময় ৩ ফুট দুরত্বে দাঁড়ানো, সকল ওয়াজ মাহফিল, হিন্দু ধর্মাম্বলীদের যোগ্যসহ লোক সমাগম হয় এমন কার্যক্রম বন্ধ রাখা, কেরাম খেলা বন্ধ রাখা, বিবাহ বা শ্রাদ্ধো করার সময় সামাজিক দুরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে ব্যবস্থা করা বা যথা সম্ভব বন্ধ রাখা। বিনা প্রয়োজনে ঘর হতে বাহির না হওয়া, ইউনিয়নে করোনা প্রতিরোধে সচেতনতা মূলক মাইকিং করা, সকল চায়ের দোকানে ডিস লাইন বা টিভি চালানো বন্ধ রাখা। করোনা মোকাবেলায় সকল কার্যক্রম সঠিক ভাবে পরিচালনা করার জন্য পুলিশ বাহিনী, প্রশাসন সহ সকলের সম্মিলিত প্রচেষ্টা করার জন্য একমত পোষণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়