Site icon suprovatsatkhira.com

ক্লাস বন্ধ তাই মৌমাছির দখলে স্কুল ভবন

মীর খায়রুল আলম: করোনা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। আরা এই সুযোগ কাজে লাগিয়েছি এক ঝাঁক মৌমাছি। চলতি বছরের সরিষা, আমা, কুল সহ বিভিন্ন ফুলের সমাহর থাকায় বন্ধ স্কুলে বাসা বেধেছে মৌমাছির দল। একে একে প্রায় ৮/১০টি দল একের পর এক বাসা বেধে দৃষ্টিনন্দন পরিবেশ সৃষ্টি করেছে দেবহাটার ইদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। যা প্রকৃতি প্রেমীদের মনের খোরাক জোগাচ্ছে। অন্যদিকে বিদ্যালয় বন্ধ থাকায় কোন রকম সমস্যা হচ্ছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আশেপাশের দূরন্তপনা শিশুদের অত্যাচারে কয়েকটি দল উড়ে যেতে বাধ্য হয়েছে। আবার নতুন করেও বাসা বেধে সেখানে।

ইদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফসানা মমতাজ জানান, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় মৌমাছিরা বিদ্যালয়ের ছাদের কার্নিশে বাসা বেধেছে। অনেকগুলো মৌমাছির দল বাসা বাধায় অনেক সুন্দর লাগছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা সন্তান হারুন-অর-রশীদ জানান, বিদ্যালয় বন্ধ থাকলেও তিনি প্রতিনিয়ত বিদ্যালয় ক্যাম্পাসে আসেন আর সার্বিক খোঁজ খবর নেন। তবে ছাদের ঝুলান্ত কার্নিশে মৌমাছি বাসা বেধে পরিবেশ আনেক সুন্দর হয়েছে। তিনি আরো বলেন, বিদ্যালয় খুললে মৌমাছিতে ক্লাসের খুব একটা ক্ষতি হবে না। তবে, এলাকার দুরন্তপনা যুবকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আছে অবুঝ মৌমাছিগুলো। আমি নিজে দেখভাল করি কিন্তু চোখের আড়ালে মাঝে মধ্যে তারা মৌমাছিদের বিরক্ত করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version