এপ্রিল ১১, ২০২১
কলারোয়ায় দাফন টিমের প্রশিক্ষন
লাঙ্গলঝাড়া (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আয়োজনে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “সেবা”র আয়োজনে দাফন টিমের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১১ই এপ্রিল)সকাল ১০ টায় উক্ত প্রশিক্ষনে গঠিত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মূত্যুবরণ কারীদের দাফন ও সৎকার টিমের সদস্যদের নিয়ে প্রশিক্ষন উদ্বোধন করেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার,পরিকল্পনা অফিসার ডা. জিয়াউর রহমান। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা ভবনের ২য় তলায় হলরুমে প্রশিক্ষণ প্রদান করেন ডা. গাজী আশিক ইকবাল বাহার ও মেডিকেল অফিসার ডা. ওহিদুজ্জামান। পিপিই ব্যাবহার বিধি প্র্যাকটিক্যালভাবে প্রশিক্ষন প্রদান করেন ল্যাব ইনচার্জ মোঃ মামুন। সেবার দাফন ও সৎকার টিমের ২৬ জন এই প্রশিক্ষনে অংশ গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন দাফন টিমের দলনেতা মুফতি মাওলানা মতিউর রহমান ও সৎকার টিমের দলনেতা লক্ষ্মণ বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন সেবার আহবায়ক শেখ শাহাজাহান আলী শাহিন ,সদস্য সচিব মো. মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক বি,এম, ফিরোজ, আঃ ওহাব মামুন, সুপার মো. মুজিবর রহমান, সাংবাদিক দীপক শেঠ, তরিকুল, সেলিম হোসেন প্রমুখ।
8,610,989 total views, 2,646 views today |
|
|
|