এপ্রিল ২৫, ২০২১
করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে সাতক্ষীরায় দু’জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দু’জনের মানুষের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিরা হলেন, শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের মৃত মোসলেম উদ্দীনের ছেলে মোবারক আলী (৮০)। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি হলেন, দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের গহর আলীর ছেলে ইফসুফ আলী (৬৫)। মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত হয়ে গত ১৯ এপ্রিল মোবারক আলী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পজিটিভ ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তিনি মারা যান। অপরদিকে, জ¦র, সর্দি, কাশি, শ^াসকষ্ট ও হার্টের সমস্যাসহ করোনার উপসর্গ নিয়ে রবিবার সকাল সাড়ে ৬ টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে মারা যান ইউছুফ আলী। তিনি গত ২২ এপ্রিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়েত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তিদের মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে গত বছরের মার্চ থেকে গতকাল পর্যন্ত জেলায় মারা গেছেন ৪২ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন ১৬৫ জন। 8,415,677 total views, 3,830 views today |
|
|
|