Site icon suprovatsatkhira.com

আশাশুনির বড়দলে পাগলা কুকুরে খাচ্ছে জীবিত ছাগল ও ভেড়া !

বড়দল (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির বড়দলের বিভিন্ন বিলে চরতে থাকা ছাগল-ভেড়া খাচ্ছে পাগলা কুকুরে। দলবদ্ধভাবে আক্রমণ করে এ পর্যন্ত শতাধিক ছাগল-ভেড়া খেয়ে ফেলার খবর পাওয়া গেছে। কুকুরের ভয়ে একরকম আতঙ্ক তৈরী হয়েছে। কেউ ছাগল-ভেড়াসহ গবাদি পশু মাঠে ছাড়তে সাহস পাচ্ছে না। ফকরাবাদ গ্রামের ইউপি সদস্য প্রার্থী সাংবাদিক এসএম শরীফ জানান, স্বাভাবিক খাদ্য না থাকায় ক্ষুধার্ত কুকুরগুলো খাদ্যের সন্ধানে এলাকার ২০/২৫ টি বেওয়ারিশ পাগলা কুকুর বড়দল ইউনিয়নের বুড়িয়া, ফকরাবাদ, গোয়ালডাঙ্গা, জেলপাতুয়া, বামনডাঙ্গা, ডুমুরপোতা, নড়েরাবাদ, জামালনগরসহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন বিলে ঘোরাফেরা করছে। এসব কুকুর মাঠে চরতে থাকা গরুর বাছুর, ছাগল, ভেড়া ধরে কামড়ে মেরে ফেলে কিছু মাংস খেয়ে ফেলে যায়।

আমার জানামতে, ফকরাবাদ গ্রামের হাবিবুর রহমান, ভগিরথ মন্ডল, ইমান আলি গাজী, তৈজদ্দিন বিশ্বাস, খালেক সরদার ও গোয়ালডাঙ্গা গ্রামের ফারুক হোসেনের একটি করে ছাগল এবং ফকরাবাদ গ্রামের রবীন্দ্র নাথ মন্ডলের ৫টি ভেড়াসহ শতাধিক গরুর বাছুর, ছাগল ও ভেড়া কামড়ে মেরে ফেলেছে। ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা জানান- পশু মারার ক্ষেত্রে বিধি নিষেধ থাকায় বিষয়টি প্রানী সম্পদ অধিদপ্তরসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী এলাকাবাসী প্রাণী সম্পদ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা ও অসহায় মানুষ ক্ষতিপুরনের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version