Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে ৪ জনকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে কঠোর লকডাউনের ৪র্থ দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা উপজেলার আনুলিয়া, বিছট, কাকবাসিয়া, গোয়ালডাঙ্গা বাজার ও সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করেন। স্বাস্থ্য বিধি তথা সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে উপজেলার গোয়ালডাঙ্গা বাজারে এক হার্ডওয়ার ব্যবসায়ীকে ১০০০ টাকা ও কাকবাসিয়া বাজারে ৩ দোকানীকে ৯০০ টাকা মোট ১ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে সরকারি নির্দেশনা মেনে দোকান খোলা রাখা, অহেতুক বাইরে না আসা ও স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা গুরুত্বসহকারে মান্য করে করোনা ভাইরাসের থাবা থেকে নিজেদেরকে দূরে রাখতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version