Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে অবৈধভাবে ইটের পাঁজা পোড়ানো ও সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি মামলায় ৫ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে দরগাহপুর ইউনিয়নের রামনগর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বিজ্ঞ আদালতে অবৈধভাবে ইটের পাঁজা পোড়ানোর দায়ে আনন্দ মন্ডলের ছেলে পরিতোষ মন্ডলকে ৫০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে সরকারি নির্দেশ অমান্য করা, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মুখে মাস্ক ব্যবহার না করার অপরাধে সড়কের বিভিন্নস্থান থেকে ৪ ব্যক্তিকে সর্বমোট ৭০০ টাকা জরিমানা করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version