এপ্রিল ৫, ২০২১
সাতক্ষীরায় ঢিলে-ঢালা লকডাউন
![]() রাকিবুল ইসলাম: সাতক্ষীরায় ঢিলে-ঢালাভাবে লকডাউন চলছে। সোমবার সকাল থেকে সাতক্ষীরার বিভিন্ন সড়কের মোড়ে সাধারণ মানুষের ভিড় দেখা গেছে। দুরপাল¬ার পরিবহন বা সাতক্ষীরা থেকে আটটি রুটে কোন বাস বা ট্রাক যানবাহন চলাচল করছে না। দোকান-পাট খোলা। অন্যদিকে কাচা বাজারে স্বাস্থ্যবিধি মানছেননা কেউ। মাছ বাজারেও একই অবস্থা। বড় আকৃতির গরু জবাই করে তা মাইকিং করে বিক্রি হচ্ছে গ্রামের হাট বাজার গুলোতে। তাছাড়া মাস্ক পরিধানে অনীহা রয়েছে অনেকেরই। তবে লকডাউন সফল করতে সোমবার দুপুর বারোটার দিকে জেলা ও উপজেলা সদরে প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা গেছে। 6,235,373 total views, 2,358 views today |
|
|
|