এপ্রিল ২৮, ২০২১
সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন
![]() নিজস্ব প্রতিনিধি : ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় আইনের আশ্রয় লাভের অধিকার, লিগ্যাল এইডের মাধ্যমে নিশ্চিত করেছে শেখ হাসিনা সরকার’ এই পতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটি ও উইমেন জব ক্রিয়েশন সেন্টার আয়োজিত জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২১ পালিত হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ইউএসএআইডি’র প্রমোটিং পিস এ্যান্ড জাস্টিস পিপিজে এ্যাকটিভির আর্থিক সহযোগিতায় ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে দিবসটি উদযাপন উপলক্ষে এক ভার্চুয়ালী আলোচনা সভার আয়োজন করা হয়। সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থেকে বক্তব্য দেন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক মো: সাইফুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত থেকে বক্তব্য দেন, হাবিবুর রহমান জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ঢাকা, মো: হুমায়ন কবির, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা, নন্দলাল সুত্রধর, ডেপুটি চিফ অপ পার্টি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, পিপিজে এ্যাকটিভিটি ঢাকা, মাহবুব হাসান, রিজোনাল কো-অর্ডিনেটর, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, পিপিজে এ্যাকটিভিটি। সভায় বক্তারা র্ভাচুয়াল আলোচনায় অংশ নিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২১ ও লিগ্যাল এইড অফিসের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা সভা পরিচালনা করেন জনাব সালমা আক্তার, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সাতক্ষীরা। আলোচনা সভায় আরো যুক্ত ছিলেন, সাতক্ষীরার উত্তরন প্রতিনিধি মোহাম্মাদ মনিরউদ্দিন, এনজিও সহায় এর প্রকল্প সমন্বয়কারী মো: মেহেদী হাসান, উইমেন জব ক্রিয়েশন সেন্টার,পিপিজে এ্যাকটিভিটি’র প্রোগ্রাম ম্যানেজার মো: ইউনুছ আলী, প্যানেল আইনজীবী নাজমুন নাহার ঝুমুর ও আব্দুর রাজ্জাকসহ সাতক্ষীরার বিভিন্নি সরকারি ,বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। 6,235,079 total views, 2,064 views today |
|
|
|