এমএ মামুন, দেবহাটা: দেবহাটার সখিপুরে জইরী বিলের খালে জলাবদ্ধতা নিরাসনের জন্য নেট-পাটা অপসারণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের নির্দেশনায় এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে সখিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুর রহমান সহ সকল ওয়ার্ডের গ্রাম পুলিশ উপস্থিত থেকে খালের মধ্যে থাকা সকল প্রকার অবৈধ দখল, কারেন্ট জাল, বাঁশের পাটা, নেট ইত্যাদি অপসারণ করেন। দীর্ঘদিনের এ অবৈধ বিলে নেট-পাটা অপসারণ করায় এলাকাবাসী ইউপি চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছেন।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন বলেন, অতীতে খালটি জলাবদ্ধতা নিরসনে উন্মুক্ত থাকলেও কালের পরিক্রমায় কিছু মানুষ নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে খালের বুকে নেট পাটা দেওয়ায় খালটি তার পুরোনো যৌবন হারিয়ে ফেলেছে। এতে খালে জোয়ার ভাটার সম্পর্ক প্রায় হারাতে বসেছে। তাই জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা মোতাবেক সকল প্রকার অবৈধ দখল, কারেন্ট জাল, বাঁশের পাটা, নেট ইত্যাদি অপসারণ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল খালের নেট-পাটা অপসারণ করা হবে এবং খালটি পুনঃখনন করা হবে।
সখিপুরে খালের নেট পাটা অপসারণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/