নিজস্ব প্রতিনিধি : আশাশুনির শ্রীউলা ইউনিয়নে কর্মসৃজন কর্মসূচির কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) সকালে শ্রীউলা ইউনিয়নে ৪নং ওয়ার্ডের বুড়াখারাটি জামে মসজিদের পুকুর খনন কাজের উদ্বোধনের মাধ্যমে এ কাজের শুভ উদ্বোধন করা হয়। ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের ২য় পর্যায়ের কাজের শুভ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। এ সময় ইউপি সদস্য আক্তার হোসেন, ইয়াসিন আলী, জি এম জালাল উদ্দীন, ইউপি সদস্যা তহমিনা জোয়ার্দার, আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন। চলতি অর্থ-বছরে শ্রীউলায় অনেকগুলো প্রকল্পের কাজ হবে। কাজ সম্পন্ন হলে প্রায় ১৫ হাজার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সুবিধা ভোগ করবেন।