Site icon suprovatsatkhira.com

শ্রমিক হত্যা বাঁশখালিতে স্ট্রাইক কালিগঞ্জে

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালিতে গত ১৭ এপ্রিল এসএস কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকের ন্যায্য দাবির সমাবেশে পুলিশ ও এসএস পাওয়ার লিমিটেডের অস্ত্রধারীদের গুলিতে ৭ জন শ্রমিক নিহত ও ৫০ জনের বেশি গুরুতর আহত হয়। এঘটনার প্রতিবাদে এবং শ্রমিকদের ন্যায় বিচার ও ক্ষতি পূরণের দাবিতে বিন্দু নারী উন্নয়ন সংগঠন ও বাংলাদেশের বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট (ইডএঊউ)-এর যৌথ উদ্যোগে স্ট্রাইকের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। সোমবার (২৬ এপ্রিল) সকালে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে এলাকার সোচ্চার জনগণ এবং জলবায়ু যোদ্ধারা স্ট্রাইকে অংশগ্রহণ করেন। এসময় বক্তরা বলেন, বিদ্যুৎকেন্দ্রে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকরা দাবি জানিয়ে আসলেও মালিকপক্ষ বারবার এড়িয়ে গেছে এবং তাদের উপর নানাভাবে হুমকি দিয়ে আসছে। গত ১৭ তারিখ তাদের ন্যায্য বেতন-বোনাসের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে মালিকপক্ষ তাদের উপর চড়াও হয়।

পরে মালিকের নির্দেশে পুলিশ এসে শ্রমিকদের উপর নির্বিচারে গুলি চালায়। শ্রমিকদের দাবি নিয়ে কথা বলার অধিকার ন্যায়সম্মত। ফলে তাদের ন্যায্য দাবি নিয়ে গড়ে উঠা গণতান্ত্রিক আন্দোলনে তাদের উপরে হামলা করার অধিকার কারো নেই। বাঁশখালিতে শ্রমিক হত্যার বিচার, শ্রমিকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার, করোনাকালে জনগণের চিকিৎসাসেবা, খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিবে হবে। এছাড়া জলবায়ু পরিবর্নের জন্য দায়ী কয়লা ভিত্তিক সকল কেন্দ্র বন্ধ ঘোষণার জন্য আহŸান জানান তারা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version