Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে ভ্রাম্যমাণ দুধ ডিম মুরগি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে ভ্রাম্যমাণ দুধ ডিম মুরগী বিক্রয় কেন্দ্রের উদ্বোধন হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ বিভাগ শ্যামনগর এর যৌথ উদ্যোগে উক্ত ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের উদবোধন করা হয়। বুধবার (১৪ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. জহিরুল ইসলাম এর সঞ্চালনায় ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল্লাহ। উদ্বোধনকালে শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শহিদল্লাহ বলেন, করোনা সংক্রমণ মোকাবেলায় মানুষকে নিরাপদে ঘরে থাকা জরুরী। তারা বাজারমুখী হয়ে জনসমাগম সৃষ্টি করলে সংকট মোকাবেলা কঠিন হবে।তাদের পুষ্টির যোগান দিতে আজকের এই ভ্রাম্যমাণ বাজারের উদ্বোধন করা হচ্ছে। তিনি আরো বলেন, এধরণের উদ্যোগ সত্যিই নতুনত্ব বয়ে আনে। শ্যামনগরে যে উদ্যোগ টি শুরু হয়েছে সকল উপজেলায় এটি শুরু হোক এটি আমাদের প্রত্যাশা।

এসময় প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো.জহিরুল ইসলাম বলেন, মহামারি করোনার এই দুর্যোগের সময়ে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজন দুধ, ডিমের মতো পুষ্টিকর খাদ্য। সরকারের নির্দেশে আজ থেকে কৃষক ও খামারিদের সহযোগিতায় ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষক ও খামারিদের থেকে সরাসরি ভালো মানের দুধ, ডিম, মাংস সংগ্রহ করে তা সাধারণ মানুষের মধ্যে বিক্রি করা হচ্ছে। এতে লাভবান হবে সাধারণ ভোক্তারা, ন্যায্য মূল্য পাবে খামারিরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী ইমরান,প্রাণী সম্পদ হাসপাতালের উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মুকুল হোসেন,সাংবাদিক সহ সুশীল সমাজের মানুষেরা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version