দেয়াড়া (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার দেয়াড়া ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসায় জন সাধারণরে চলাচলের রাস্তাসহ আশপাশের বাড়ি ঘর ঝুঁকির মধ্যে পড়েছে। রাস্তাসহ ঘরবাড়ি ধ্বসে পড়ে বড় ধরনের ক্ষয় ক্ষতির আশংখা করছেন এলাকা বাসি। সরেজমিনে জানা গেছে, ১১নং দেয়াড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাঠপাড়া গ্রামের রাস্তাটি ফজু সরদারের বাড়ির মোড় হতে পারখাজুরা ঘাট পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তা। রাস্তাটি অত্র এলাকার মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যম। রাস্তার ধারসহ পাশের পুকুর ও জমি থেকে নির্বিচারে বালু উত্তোলন করার ফলে ভ্যান টলি মাছের গাড়ী কৃষকদের মাঠের ফসল নিয়ে যাতায়াতের অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে। যে যার মত করে ব্যবহার করছে। স্থানীয় মকছেদ গাজীর ছেলে মশিয়ার রহমান রাস্তা কেটে পুকুর থেকে মাটি বালু উত্তোলন করছে। তিনি পুকুর খনন মাটি বালি বিক্রি করছে। জন সাধারণ বাধা দিলে কোন রকম কর্ণপাত না করেই রাস্তা কেটে মাটি বালি বিক্রির কাজ চালিয়ে আসাছে। বিষয়টি ইউনিয়ন চেয়ারম্যান গাজী মাহাবুবুর রহমান মফেকে জানালে তিনি বলেন মশিয়ার রাস্তার পাড় বাধার কাজ করছে। তবে রাস্তটির চারপাশে বাড়ি ঘর ঝুঁকির মধ্যে পড়ছে।