এপ্রিল ৩, ২০২১
প্রাণ সায়েরের খালের দুই পাড়ে দখল কারীদের চোখ ময়লা আবর্জনা ফেলে খাল ভরাটের উপক্রম
![]() নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা প্রাণ সায়েরের খাল সৌন্দর্য বৃদ্ধির লক্ষে জেলা প্রশাসকের উদ্যোগ ভেস্তে যেতে বসেছে কিছু অসাধু ব্যাবসায়ির কারণে। তারা খালের দুই ধারে অবৈধ ভাবে দোকানপাট তৈরি করে ব্যবসা করছে দেদারাচ্ছে। ময়লা আবর্জনা ফেলে খালের ধারে ভরাট করে ফেলছে। সরেজমিন ঘুরে দেখা যায়, সাতক্ষীরা ওয়ান ব্যাংকের সামনে মাহমুদপুর ক্লথ স্টোরের পিছনে সাবেক মেয়র আব্দুল জলিলের বাড়ির পূর্ব পাশে ৩০/৪০ টা সিট কাপড়ের দোকান অবৈধ ভাবে গড়ে উঠেছে। তারা প্রতিদিন ময়লা ফেলে খাল আবার ভরাট হতে বসেছে। দুর্গন্ধে পরিবেশ নষ্ট হতে হচ্ছে। খালের ধারে যেসব অবৈধ দোকানদাররা ব্যবসা করছে তার মধ্যে শওকত, রাজা, বাদশা, রাজু, শহিদুল মাসুদ, ফারুক আরিফুল। স্থানীয় দোকানদাররা জানান, সাতক্ষীরা শহর সৌন্দর্য বৃদ্ধির জন্য জেলা প্রশাসক খালের দুই ধারে রাস্তা নির্মানের উদ্যোগ গ্রহণ করেছিলেন সেটা ভেস্তে যেতে বসেছে কিছু অসাধু ব্যবসায়ীরা। তারা ময়লা আবর্জনা ফেলে খালের এক পাশ ভরাট হতে চলেছে। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, অবৈধ দখলদারদের দ্রæত উচ্ছেদ করা হবে। খালে ময়লা আবর্জনা ফেলা ভরাট কারিদের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান। 2,587,248 total views, 338 views today |
|
সম্পাদক ও প্রকাশক : এ কে এম আনিছুর রহমান
পলাশপোল (চৌধুরী পাড়া) সাতক্ষীরা ৯৪০০।
|
বার্তা বিভাগ: ০৪৭১৬২৭০০ মোবাইল: ০১৭১১-০৭১৩৮৩
বিজ্ঞাপন:০৪৭১৬২৭০০ সার্কুলেশন: ০১৭৪৫-৫৫৯৬২৮ ই-মেইল: suprovatsatkhira@gmail.com
|