শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৩ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০ টায় মুসলিম এইড ইউকে অর্থায়নে নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের বাস্তবায়নে বাংলাদেশ রমাদান ফুড প্রোগ্রাম এর আওতায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ১৪টি গ্রামের ১৪৪ জন উপকার ভোগীকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আশাশুনি উপজেলার এনজিএফ এর কালিবাড়ী শাখা প্রাঙ্গনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল, এন,জি,এফ কালিবাড়ী শাখা ব্যবস্থাপক আব্দুল মালেক, হিসাব রক্ষক রীতা মালো সহ গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-সুগন্ধি চাল, সাধারণ চাল, মশুরের ডাল, ভোজ্য তেল সয়াবিন, চিনি, লবণ,ছোলা,গুড়া দুধ ও খেজুর প্যাকেজ আকারে অধিক ক্ষতিগ্রস্ত প্রত্যেক উপকার ভোগীকে সাড়ে ২৪ কেজি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া যশোর জেলার চৌগাছার উপজেলা অর্পণ সিটি পাঠাগারে ১০০ জনকে অনুরুপ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। মাহে রমজান পূর্বে এধরণের খাদ্য সামগ্রী পেয়ে উপকার ভোগীরা সিয়াম সাধনে তাদের অনেক উপকারে আসবে বলে ভুক্ত ভোগীরা জানিয়েছেন।