এপ্রিল ৬, ২০২১
দোকান খোলা রাখার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
![]() নিজস্ব প্রতিনিধি : পূর্ব ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিনে সাতক্ষীরায় দোকান খোলা রাখা, শ্রমিকদের বেতন-বোনাস ঠিকমত পরিশোধসহ বিভিন্ন দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে বস্ত্র ব্যবসায়ী কর্মচারী শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে শহরের বড়বাজার সংলগ্ন ফাল্গুনি বস্ত্রালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে তারা সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এসময় তারা আমাদের দাবী মানতে হবে, মানতে হবে, দ্বিতীয় দফা লকডাউন মানিনা, মানবো না ” বলে শ্লোগান দিতে থাকে। মানবন্ধনে বক্তব্য রাখেন, বস্ত্র ব্যবসায়ী কর্মচারী সমিতির সভাপতি কবির হোসেন, মোহিনী বস্ত্রালয়ের কর্মচারী সুজন, মেহেদী প্রমুখ। বক্তারা বলেন, গতবারের লকডাউনে আমাদের মানবের জীবন কাটাতে হয়েছে। কোন প্রকার সাহায্য আমরা পায়নি। এ সময় তারা সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে তারা যাতে ব্যবসা করার অনুমতি পান সে জন্য সরকারের কাছে জোরদাবী রাখেন । এদিকে, আইন অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে শহরের ফাল্গুনি বস্ত্রালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় শ্রমিকদের বাঁধার মুখে পড়েন সাতক্ষীরা সদর সহকারী ভূমি অফিসার আসাদুজ্জামান। পরে সেখানে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 2,587,328 total views, 418 views today |
|
সম্পাদক ও প্রকাশক : এ কে এম আনিছুর রহমান
পলাশপোল (চৌধুরী পাড়া) সাতক্ষীরা ৯৪০০।
|
বার্তা বিভাগ: ০৪৭১৬২৭০০ মোবাইল: ০১৭১১-০৭১৩৮৩
বিজ্ঞাপন:০৪৭১৬২৭০০ সার্কুলেশন: ০১৭৪৫-৫৫৯৬২৮ ই-মেইল: suprovatsatkhira@gmail.com
|