এপ্রিল ১১, ২০২১
দেবহাটায় সাজাপ্রাপ্ত সহ ৭ আসামী গ্রেফতার
![]() দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানা পুলিশের অভিযানে ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী সহ ওয়ারেন্ট ভূক্ত ৬ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) এর নির্দেশনায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে এসআই আবু হানিফ, এসআই আসিফ মাহমুদ, এসআই হাফিজুর রহমান, এসআই নূর মোহাম্মাদ মোস্তফা, এএসআই রশিদুল ইসলাম, এএসআই সোহেল উদ্দীন, এএসআই এসএম মোজাম্মেল দেবহাটা থানার বিভিন্ন এলাকা অভিযান পরিচালনা করে উক্ত ৭ আসামী আটক করে। যার মধ্যে ৩ মাসের সাজা প্রাপ্ত দেবহাটার মৃত হায়দার গাজীর ছেলে বেল্লাল হোসেনকে আটক করে। এছাড়া পারুলিয়া গ্রামের ইব্রাহিম মোড়লের ছেলে কওছার মোড়ল, নিশ্চন্তপুরের মৃত ছবির হোসেরে ছেলে রবিউল ইসলাম, চালতেতলা গ্রামের আবুল কাশেম গাজীর ছেলে আমিনুর রহমানকে জিআর-১৬১/১৮ মামলায় আটক করে। একই সাথে আমিনুর রহমানের স্ত্রী মজিদা খাতুনকে জিআর-১০৯/২০ মামলায়, উত্তর কুলিয়ার মৃত নজরুল ইসলামের স্ত্রী মোমেনা খাতুনকে এসটিসি ২৪১/১৫ মামলায় এবং পারুলিয়া মাঝপাড়ার মৃত পাগল মোড়লের ছেলে ইব্রাহিম মোড়লকে জিআর ১৯৮/১৪ মামলায় গ্রেফতার করে। ১১এপ্রিল উক্ত আসামীদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। কোন প্রকার ছাড় দেওয়া হবে না। 6,235,107 total views, 2,092 views today |
|
|
|