দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে খরিপ-১ মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় এ কর্মসূচি পালিত হয়। সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান সহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় ২৫০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১০ এমওপি সারা প্রদান করা হয়।