এপ্রিল ১৩, ২০২১
জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভা
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সাতক্ষীরা জেলা শাখার কার্যনিবাহি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) শহরের বনানী মার্কেটে সমিতির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সমিতির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এতে বক্তব্য রাখেন। সভায় পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যে ঊর্দ্ধগতির উপর গুরুত্বারোপ করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তগুলোর মধ্যে- মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে সকল রেস্তোরাঁ ও মিষ্টির দোকানের সামনে কাপড়ের পর্দা ঝুলিয়ে রাখতে হবে। কোন রেস্তোরাঁয় বাসি খাবার বিক্রয় করা যাবে না। ইফতার সামগ্রী খাবার পেপার দিয়ে ঢেকে রেখে বিক্রয় করতে হবে। এ সকল বিষয় তদারকি ও পরিদর্শনের জন্য সমিতির সদস্যদের নিয়ে রেস্তোরাঁ পরিদর্শন টিম গঠন করা হয়। করোনা ভাইরাসের কারণে সরকারের ঘোষিত সকল নিয়মকানুন মেনে চলতে হবে। স্বাস্থ্যসম্মত বিষয় খেয়াল রেখে রেস্তোরাঁ পরিচালনা করতে হবে। সব শেষে সমিতির সদস্যরা স্থানীয় প্রশাসনের কাছে সামান্য ত্রæটি বিচ্যুতির জন্যে রেস্তোরাঁগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন। 8,225,476 total views, 5,468 views today |
|
|
|