Site icon suprovatsatkhira.com

খাজরা টু চেউটিয়া সংযোগ সড়কটি পিচ ঢালাইয়ের দাবি

নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরা বাজার টু চেউটিয়া সংযোগ সড়কটি ইটের রাস্তার পরিবর্তে পিচ ঢালাই করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। খাজরা বাজার থেকে চেউটিয়া বাজার পর্যন্ত এলজিইডির প্রায় ৬ কিলোমিটার ইটের ভাঙাচোরা রাস্তাটি পিচ ঢালাই করার দাবী স্থানীয়দের। দীর্ঘ ৫বছরের ও বেশি সময় ধরে রাস্তাটি এক প্রকার চলাচল অনুপযোগী বলে অভিযোগ এলাকাবাসীর। সরেজমিনে সড়কটি পরিদর্শনে গেলে দেখা যায়,পিরোজপুর সাইফুল ইসলাম,বিকাশ সানা,যজ্ঞ মন্দির সংলগ্ন,খালিয়া,বিলখালিয়া,চেউটিয়ায় ইটের সড়কটির বেহাল দশা। সময়মত সড়কটি সংস্কার না করার কারণে দশ জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়তে হয় স্থানীয় যাতায়াত করা লোকজনের। খুব বেশি দুর্ভোগে পড়তে হয় যানবাহনের চালক, অসুস্থ রোগী, বয়স্ক লোকজন ও স্কুল কলেজে পড়–য়া ছাত্র-ছাত্রীদের ।
একাধিক ইজিবাইক,মটর ভ্যান,ট্রলি,মটর সাইকেল চালক জানান, ইউনিয়নের অধিকাংশ জায়গা হতে পরিষদে যাওয়ার জন্য চেউটিয়া টু খাজরা বাজার সড়কটি খুবই গুরুত্বপূর্ন। পিচ ঢালাই রাস্তার অভাবে আমাদের গাড়ির অনেক ক্ষতি হয়। ইটের রাস্তায় গাড়ি চালালে ঝাঁকুনি অনেক বেশি। কিছুদিন পরপরই গাড়ির বিভিন্ন যন্ত্রাংশে সমস্যা দেখা দেয়। তাই আমরা ঠিকমতো গাড়ি চালাতে পারিনা। এতে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। আমাদের ভাড়াও কম হয়। খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম জানান, রাস্তাটি বর্তমানে ইটের সলিং করা আছে। পিচ ঢালাই করার জন্য বিভিন্ন দপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে। কয়েকবার মাপ জরিপ ও করা হয়েছে। আশা করি দ্রæত হয়ে যাবে। রাস্তাটি দ্রæত পিচ ঢালাই করার জন্য আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার,পিআইও,এলজিইডি বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিক সমাজ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version