এপ্রিল ১৫, ২০২১
খাজরায় ঢিলেঢালা লকডাউন
![]() খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরায় লকডাউনের ২য় দিনেও কোন প্রভাব পড়েনি। ঢিলেঢালা ভাবে চলছে এ লকডাউন। অধিকাংশ জনগনই লকডাউন মানতে চায় না। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল থেকে খাজরা ইউনিয়নের বিভিন্ন বাজারে ও সড়কের মোড়ে চায়ের দোকান গুলোতে সাধারণ মানুষের ভিড় দেখা গেছে। পোশাক,চাউল,জুতা,চা স্টলসহ সব ধরনের দোকান-পাট খোলা রয়েছে। সামাজিক দূরত্ব বা স্বাস্থ্য বিধি ছাড়াই অপ্রয়োজনে বাজারগুলোতে সাধারণ জনগণের অবাধ চলাচল দেখা যায়। স্থানীয় কাঁচাবাজার গুলো পাশ^বর্তী উন্মুক্ত স্থানে বসানোর কোন উদ্যোগ দেখা যায়নি। মাস্ক পরিধানে অনীহা রয়েছে অনেকেরই। আশাশুনি উপজেলা প্রশাসনের কোন পদক্ষেপ নজরে আসেনি। খাজরা বাজার,চেউটিয়া বাজার,তুয়ারডাঙ্গা ব্রীজের মোড়সহ গ্রামের ভিতরের দিকে দলবদ্ধভাবে মাস্ক ছাড়াই গল্প-গুজবে মশগুল রয়েছেন অনেকেই। করোনা পরিস্থিতিতে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা এবং জরুরী কাজ ছাড়া বের না হওয়া,এসব সরকারি নির্দেশ থাকলেও তা মানছেন না সাধারণ মানুষ। 6,235,265 total views, 2,250 views today |
|
|
|