নিজস্ব প্রতিনিধি : আশাশুনির কুল্যায় আগুনে পুড়ে বসতবাড়িসহ ধানের গোলা ভষ্মিভূত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৭ এপ্রিল) দুুুপুর ১২টার দিকে কুল্যা ইউনিয়নের কচুয়া ঘোষ পাড়ার কার্তিক চন্দ্র ঘোষের বাড়িতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরপর আশাশুনি ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
তবে ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল কালাম মোড়লের নেতৃত্বে টিমটি ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় ততক্ষণে আগুনের লেলিহান শিখায় একটি বসতঘর ও ধানের গোলা পুড়ে ভষ্মিভূত হয়ে যায় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। রান্না ঘর থেকে অগ্নিকান্ড শুরু হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।
অগ্নিকান্ডে আনুমানিক ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশংকা করেছেন ভুক্তভোগী কার্তিক চন্দ্র ঘোষ।